ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।।চ্যাম্পিয়ন হলো বরক ইউনাটেড। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়িকে পরাজিত করে। আগরতলা ভলিবল ক্লাব আয়োজিত একদিবসীয় ভলিবল প্রতিযোগিতায়। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের ভলিবল কোটে হয় আসর। নেশা মুক্ত অভিযানকে সামনে রেখে। তাতে অংশ নিয়েছিলো ১৫ টি দল। ফাইনালে বরক ইউনাটেড ২-০ সেটে পরাজিত করে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়িকে। এর আগে প্রথম সেমিফাইনালে মেলাঘরের বিড়ম্মা কালীবাড়ি ২-১ সেটে মানি কিককে এবং বরক ইউনাটেড ২-১ সেটে সিক্স স্টারকে পরাজিত করে। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষয়্য করা গেছে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরি কমিটির সদস্য অরূপ গোস্বামী এবং বিকাশ দেববর্মা। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ২ এবং ১ হাজার টাকা। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন এখবর জানান। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-11-15