দু’টি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভ ডে, জানাল আইসিসি

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.): বৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কি হবে! এ নিয়ে একটা প্রশ্ন থাকছেই। আর আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে। আবহাওয়ার কারণে যদি প্রথম দিনের খেলা না হয় তাহলে সেক্ষেত্রে রিজার্ভ ডে ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ, এর আগে ২০১৯ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। আর সেই ম্যাচটিতে ভারত হেরেছিল। কখন রিজার্ভ ডে ব্যবহার করা হবে? রিজার্ভ ডে-তে খেলা গড়ানোর আগে আম্পায়াররা দু’টি দলকে ন্যূনতম ২০ ওভার করে ম্যাচ খেলানোর চেষ্টা করবেন যাতে ম্যাচটি নির্ধারিত দিনে শেষ হয়। আর তা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে’তে ম্যাচ গড়াবে।