ধর্মনগর মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে সঙ্গদীপ হোম ফর গার্লসে শিশু দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ নভেম্বর : মঙ্গলবার ধর্মনগর মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে সঙ্গদীপ হোম ফর গার্লসে শিশু দিবস উপলক্ষে আইনি সচেতনতা শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা আইনসভা কমিটির সদস্যা সচিব অপরাজিতা সিংহ ,এডভোকেট বিথী নাথ । এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গ দীপ স্বেচ্ছাসেবী সংস্থার সকল বোর্ড সদস্য সদস্যাগণ এবং পি এল ভি স্বপ্না চক্রবর্তী ।
এদিন উপস্থিত অতিথিরা বিভিন্ন আইনি বিষয় নিয়ে শিশুদের সাধারন ধারনা প্রদান করেছেন।
আলোচনার শেষে এদিন  বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *