মুম্বই, ১৪ নভেম্বর(হি.স.): আগামীকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। খেলাপাগল ভারতীয়দের কাছে এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সেই সুযোগে টিকিটের জন্য বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধুমহল।
টিকিট চার-পাঁচ গুণ দামে কালোবাজারে বিক্রি হচ্ছে।
এই অভিযোগে আকাশ কোঠারি নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
তার হোয়াটসঅ্যাপ ম্যাসেজ থেকে জানা গেছে, আসল দামের চার থেকে পাঁচগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট। ২৭ হাজার থেকে প্রায় আড়াই লাখ টাকার মধ্যে এসব টিকিট বিক্রি করছেন তিনি।
গ্রেফতারের পর ওই ব্যক্তিকে জেজে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোঠারিকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৫১১ ধারা অনুযায়ী আটক করা হয়েছে।
কোঠারিকে গ্রেফতারের পর তার সঙ্গীদেরও খোঁজ করছে পুলিশ।