দূর্গাপূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে  মারপিটের জেরে আহত ৪, আটক ১

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ নভেম্বর : দূর্গাপূজা করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে  মারপিট ঘটনায়  আহত হয়েছে ৪ জন।  ঘটনাটি ঘটেছে বিশালগড় ১ নং চন্দ্রনগর এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে ১ অভিযুক্তকে।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় মহিলারা মিলে পৃথকভাবে দুর্গাপূজা করেন। আর এটাই নাকি চক্ষুশূল হয় কতিপয় ব্যক্তির কাছে। অভিযোগ এরপর থেকেই মহিলা পূজা উদ্যোক্তাদের মধ্যে একজন সদস্যের সঙ্গে শুরু হয় ঝামেলা। শেষ পর্যন্ত এই ঘটনা গড়ায় মারপিটে। ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। ঘটনায় আহতদের  মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য টিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছেন অভিযুক্তরা। তবে সূত্রের খবর পারিবারিক ঝামেলা থেকেই এই ঘটনাটি ঘটেছে। চারজন আক্রান্তের মধ্যে একজনের নাম সুশান্ত দেব। সে একটি সংস্থায় কাজ করে। সোমবার তাকে অভিযুক্তরা মিলে আকণ্ঠ মদ্যপান করায়। সেখানে কিছুটা ঝামেলা হয়। এরপর নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি এলে আক্রমণকারীরা তাকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে বলেও অভিযোগ উঠেছে। সুশান্তকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছে আরো তিনজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *