উলুবেড়িয়ায় গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই বাইক আরোহীর

হাওড়া, ১৩ নভেম্বর, (হি.স.) : আলোর উৎসবে নামল অন্ধকার। কালীপুজোর রাতে উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর।

সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেক পোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্যদিকে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি।