পুলিশের গাড়ির চাকায় পিষে মৃত্যু তিন যুবকের

উত্তর ২৪ পরগনা, ১৩ নভেম্বর, (হি.স.): মহিলা আইসির গাড়ির ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহীর। রবিবার সন্ধ্যার এই ঘটনায় সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।

পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন। কালীপুজোর সামগ্রী কিনতে বেরিয়ে অঘটন।

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়া থেকে একটি পুলিশের গাড়ি আসছিল। মামুদপুরের দিকে যাওয়া একটি বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী তিন যুবকের।

গুরুতর জখম হন পুলিশ গাড়িতে থাকা বনগাঁ মহিলা থানার আইসি অপরাজিতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর গাড়িচালক। নিহতেরা হলেন তনু কীর্তনীয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি। তনু পঁচিশ বছর বয়সি। সুজিত এবং অমিত দুজনেই চব্বিশ বছর বয়সি। তাঁরা সকলেই গোপালনগর থানার পাঁচপোতার বাসিন্দা।

সূত্রের খবর, পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন তিন যুবক৷ কালীপুজোর কিছু সামগ্রী আনতে বাজারে যাচ্ছিলেন৷ সেই সময়েই অঘটন। নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। তাঁদের অভিযোগ, আইসির গাড়িচালক মদ্যপ ছিল। তাই দুর্ঘটনা ঘটেছে।