দীপাবলির উৎসবের মধ্যেই রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর : দীপাবলির উৎসবের আনন্দ উল্লাসের মধ্যেই রক্তদানে এগিয়ে এলো জিবি বাজার এলাকার রামকৃষ্ণ ক্লাব। তাদের এই মহতী উদ্যোগের ভূয়শী প্রশংসা করেছেন আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্যরা।

দীপাবলি উৎসব পালনের পাশাপাশি তারা যে দায়িত্বশীলের পরিচয় দিয়েছেন সমাজের অন্যান্য অংশের জনগণ এবং বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র।  রক্তদান শিবির পরিদর্শনকালে মেয়র বলেন উৎসব মরশুমে রক্তদানের প্রবণতা কিছুটা কমে যাওয়ায় হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর জিবি বাজার স্থিত রামকৃষ্ণ ক্লাব শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। রবিবার শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন রাজ্যের সংস্কৃতি এবং পরম্পরা বজায় রাখতে এ ধরনের শ্যামা পূজার আয়োজনে ব্রতী হওয়া অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। সকলে উৎসবে মেতে উঠছে। এবং মানুষের মধ্যে যে আনন্দ উৎসাহ রয়েছে সেটা যাতে আগামী দিনে বজায় থাকে তার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দীপাবলি উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছা জানান মেয়র। আয়োজিত শ্যামা মায়ের আরাধনায় উপস্থিত ছিলেন এছাড়াও স্থানীয় কাউন্সিলর, ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *