মুম্বই, ১৩ নভেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে সঞ্জয় রাউতের আক্রমণ থামছেই না। সোমবার আরও একবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “জাতীয়তাবাদ মোটেও বিজেপির আদর্শ নয়, তাঁরা শুধুমাত্র দেশকে বিভক্ত করতে চায়।”
সঞ্জয় রাউত এদিন জোর দিয়ে বলেছেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর, বিজেপির নীতি হল ডিভাইড অ্যান্ড রুল। জাতীয়তাবাদ তাঁদের আদর্শ নয়। তাঁরা শুধু ধর্মের ভিত্তিতে দেশ ও মানুষকে বিভক্ত করতে চায়।” রাউতের কথায়, “বিজেপির কী বিচারধারা রয়েছে, বিজেপির নীতি হল বিভাজন করা।”