বিদিশা, ১৩ নভেম্বর (হি.স.) : “যাদের নিজেদের গ্যারেন্টি নেই তারা আবার কী গ্যারেন্টি দেবে”, বলে সোমবার কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার বিদিশা জেলার সিরঞ্জে একটি জনসভায় ভাষণে একথা বলেন। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি এদিন জনসভায় বক্তৃতা দেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেসের মানুষরা মধ্যপ্রদেশের কোনো উপকার করতে পারবে না। কংগ্রেস মাত্র পাঁচটি নতুন গ্যারেন্টি এনেছে। তিনি বলেন, যাদের নিজের কোনও নিশ্চয়তা নেই, তারা আবার কী গ্যারেন্টি দেবে? তিনি আরও বলেন, আমি কমলনাথকে জিজ্ঞেস করতে এসেছি যে ইউপিএ সরকার ১০ বছর কেন্দ্রে ক্ষমতায় ছিল। বলুন তো মধ্যপ্রদেশকে কত টাকা তারা দিয়েছিল? কংগ্রেস সরকারের অধীনে মধ্যপ্রদেশে কোনো উন্নয়ন হয়নি। অসুস্থ রাজ্য মধ্যপ্রদেশকে উন্নয়নের পথে নিয়ে গেল বিজেপি সরকার। আবারও আপনারা সবাই ডাবল ইঞ্জিন সরকারকে নির্বাচন করুন এবং রাজ্যের উন্নয়ন করুন।
অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করুন, আমরা মধ্যপ্রদেশকে সেরা রাজ্যে পরিণত করব। যারা ছেলে-মেয়ের জন্য রাজনীতিতে এসেছেন, তারা কি দেশের কোনো উপকার করবেন? একদিকে, কংগ্রেস দল যারা শুধু পরিবারবাদকে প্রচার করছে, অন্যদিকে, বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশকে সুরক্ষিত করা। নয় বছরে মোদী যা বলেছেন তাই করেছেন বলেও এদিন জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
বিজেপি তার ১৮ বছরের শাসনে অসুস্থ রাজ্যকে একটি উন্নত রাজ্যে পরিণত করেছে। এখন আরও পাঁচ বছর সময় পেলে এই রাজ্যকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে নিয়ে আসবে বিজেপি।