বিহারের কাইমুরে পুকুরে ডুবে মৃত পাঁচ শিশু

পাটনা, ১৩ নভেম্বর (হি.স.) : বিহারে পুকুরে স্নান করতে নেমে অকালে প্রাণ হারাল পাঁচ শিশু। পুলিশ জানিয়েছে, সোমবার বিহারের কাইমুর জেলার করমচাট থানা এলাকার ধাভাপোখার গ্রামে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। রিংকু দেবী নামক একজন সোমবার সকালে ধান কাটতে যায়। তাঁকে খাবার দেওয়ার জন্য পাঁচজন শিশু যায়। খাবার দেওয়ার পর তারা কুদারী গ্রামের মৌজায় ফকিরানা পুকুরে স্নান করতে নামে।

আচমকাই পাঁচ শিশু গভীর জলে তলিয়ে যায়। পুকুরে ডুবে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে গ্রামের মানুষজন। এরপর সবাইকে চেনারির কাছে তেলাদির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের আবার কুদ্রায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকেই মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হল, অনুপ্রিয়া (১২ বছর), আংশুপ্রিয়া (১০ বছর), মধুকুমারী (8 বছর), অপূর্ব কুমারী(৪), আমান কুমার(৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *