মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হবে : রাহুল গান্ধী

ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হবে, বলে সোমবার মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সোমবার মধ্যপ্রদেশের নিমুচ জেলার জাভাদে একটি নির্বাচনী জনসভায় ভাষণে একথা বলেন।

এদিনের ভাষণে রাহুল গান্ধী, শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজেপি জনগণের নির্বাচিত সরকার চুরি করছে। বেকারত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কোটিপতিরা নয়, ক্ষুদ্র শিল্প দিয়ে কর্মসংস্থান হয়। রাহুল গান্ধী জানান, একটি রাজ্যকে শক্তিশালী করা শুরু হয় কৃষকদের দিয়ে।

তিনি আরও বলেন, ভারত জোড়ো যাত্রার সময় তিনি মধ্যপ্রদেশের যুবকদের জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি করেন, তারা উত্তর দিয়েছিল কিছুই নয়।

এরাজ্যে বেকারত্বের এই তো অবস্থা। কোন যুবককে জিজ্ঞেস করুন সে কি করছে? তারা বলবে, আমি পড়াশোনা করেছি এবং ডিগ্রি পেয়েছি, কিন্তু কাজ পাইনি। রাহুল গান্ধী জানান, তারা রাজ্যের যুবকদের কর্মসংস্থান দিতে পারেনি। আপনারা যদি আপনার টি-শার্ট, মোবাইল ফোন, চপ্পল দেখেন, দেখতে পাবেন সবই চীনে তৈরি। আমি মেড ইন চায়নাকে, মেড ইন মধ্যপ্রদেশ, তৈরি করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *