নৈনিতাল, ১৩ নভেম্বর (হি.স.): দেবভূমি উত্তরাখণ্ডে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং শীত আসছে; বিশেষ করে পাহাড়ি এলাকায় কুয়াশার কারণে এই মরশুমে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। সোমবারই উত্তরাখণ্ডের নৈনিতালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৬ জন। একটি গাড়িতে ৬ জন ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সোমবার সকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জাউরাসির কাছে খাদে পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতে ৬ জন ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।