হায়দরাবাদ, ১৩ নভেম্বর (হি.স.): হায়দরাবাদে আবাসন বহুতলে বিধ্বংসী আগুন প্রাণ কাড়ল ৯ জনের। সোমবার হায়দরাবাদের নামপল্লীর বাজারঘাটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অবস্থিত স্টোরেজ গোডাউনে ব্যাপক আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৩ জন। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করা হয়েছে শিশু ও মহিলাদের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নিহতদের পরিজনদের প্রতি শোকজ্ঞাপন করে আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে গিয়ে তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও বলেছেন, “মুখ্যমন্ত্রী কে সি রাও অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন। এই ঘটনায় আহতদের ওসমানী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাঁদের। ডিজি (ফায়ার সার্ভিস) নাগি রেড্ডি বলেছেন, “বিল্ডিংটিতে বেআইনিভাবে রাসায়নিকের স্টোরেজ করা হতে পারে। বিল্ডিং-এর স্টিল্ট এলাকায় রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল এবং এই রাসায়নিকগুলির কারণে আগুন লেগেছিল। মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৯ জন মারা গিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কয়েকজন। সবাইকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে।” অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) বিক্রম সিং মান বলেছেন, “সকালের দিকে আমরা আগুনের খবর পেয়েছিলাম, মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ২-৩ জন আহত এবং চিকিৎসাধীন রয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পরে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। তিনি তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছন, “তেলেঙ্গানা সরকার এই ধরনের ঘটনায় কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমি বারবার রাজ্য সরকারকে এই ধরনের গুদামগুলি শহরের বাইরে সরানোর জন্য বলেছি। এ ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।”