নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রবিবার পাঞ্জাবিদের আলোর উৎসব দীপাবলি ও বান্দি ছোড় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন । রবিবার মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় জনগণকে সবুজ ও পরিবেশ-বান্ধব উপায়ে উৎসব উদযাপনের অনুরোধ জানিয়েছেন । তিনি বলেন, বহু শতাব্দী ধরে প্রেম ও সমৃদ্ধির উৎসব দীপাবলি অত্যন্ত ভক্তি ও পূর্ণ ধর্মীয় উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়ে আসছে। মান বলেন, দীপাবলির ঝলমলে আলো শুধু প্রতিটি পরিবারকেই আলোকিত করে না, বরং এই উৎসব অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালো এবং হতাশার ওপর আশার প্রতীক।
মুখ্যমন্ত্রী আশা করেন, “এই দীপাবলি আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক।”
বান্দি ছোড় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী । মান আশা প্রকাশ করেন, রাজ্যের জনগণ পাঞ্জাবকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত করার জন্য চেষ্টা করবে।