রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাতে ২১-আসাম রাইফেলসের কমান্ডার

আগরতলা, ১২ নভেম্বর : আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে ২১ সেক্টর আসাম রাইফেলসের এসএম কমান্ডার ব্রিগেডিয়ার বিক্রম গুলেরিয়া সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ।
তাছাড়াও আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫৭-মাউন্টেইন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার বিনেশ পান্ডা। সাক্ষাতকারকালে তারা রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষায় তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন।