ছত্তিশগড় নির্বাচন: দীপাবলির পরেই ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী মোদীর ছত্তিশগড় সফর

রায়পুর, ১২ নভেম্বর (হি.স.) : দীপাবলির পরে আবার ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রচার পুরোদমে শুরু হবে। ১৩ নভেম্বর ছত্তিশগড় সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ঐদিন সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ছত্তিসগড়ের মুঙ্গেলি বিধানসভার জামকুহিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী, এরপর তিনি মহাসমুন্দে সভা করবেন।

নভেম্বর মাসে ছত্তিশগড়ে এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সফর । এর আগে ২ নভেম্বর ছত্তিসগড়ের কাঙ্কেরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এরপর ৭ নভেম্বর সুরাজপুরে মোদীর জনসভা হয়। এবার প্রধানমন্ত্রীর দুটি জনসভাই সমতলে অনুষ্ঠিত হবে ।