রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন আসরে পশ্চিম জেলার দাপট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। একচ্ছত্র আধিপত্য দেখালো পশ্চিম জেলার খেলোয়াড়রা। রাজ্য স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র ব্যাডমিন্টন হলে দুদিনব্যাপী আসর শেষ হয় বৃহস্পতিবার রাতে। আসরে অনূর্ধ্ব-‌১৪,১৭ এবং ১৯ বালক এবং বিভাগে বিভাগে সেরার সম্মান পায় পশ্চিম জেলার খেলোয়াড়রা। আসর শেষে জাতীয় আসরের জন্য ত্রিপুরা দল বাছাই করা হয়। আসরে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে পশ্চিম জেলার স্বরূপ চক্রবর্তী, ধলাই জেলার ইমন দেববর্মা, ধলাই জেলার রূপম সিনহা, ধলাই জেললার সৌরভ ভূঁইয়া, বালিকা বিভাগে পশ্চিম জেলার অদ্রিজা দে,পশ্চিম জেলার দ্বীপশিখা দাস, ধলাই জেলার স্বপ্না চক্রবর্তী, পশ্চিম জেলার এম নাগাএসা ইয়াসমিতা,  অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে পশ্চিম জেলার পলাশ কুমার সরকার, পশ্চিম জেলার অ্যালেক্স দেববর্মা, পশ্চিম জেলার প্রতীক দাস, পশ্চিম জেলার শতদ্রু বনিক, বালিকা বিভাগে পশ্চিম জেলার নর্মাতা কর্মকার, পশ্চিম জেলার পিও দে, পশ্চিম জেলার সিঞ্জন ভট্টাচার্য, পশ্চিম জেলার একতা রাথি, অনূর্ধ্ব-‌১৯ বালক বিভাগে পশ্চিম জেলার মুকুট জমাতিয়া, পশ্চিম জেলার অরণ্যক দেববর্মা, খোয়াই জেলার সিমন দত্ত, খোয়াই জেলার সোমরাজ দেবনাথ, বালিকা বিভাগে পশ্চিম জেলার সম্পূর্ণা চক্রবর্তী, পশ্চিম জেলার দেবারতি ভৌমিক, ধলাই জেলার অশ্মিতা দেববর্মা এবং সিপাহীজলা জেলার দীপা দেবনাথ যথাক্রমে প্রথম ৪ টি স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *