ওমেন্স কলেজের অলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বস্ত্র দান

আগরতলা, ১০ নভেম্বর: প্রতি বছর মতন এবছর ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওমেন্স কলেজ অলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে। আজ লক্ষীনারায়ণ বাড়ির সামনে থাকা সমস্ত গরীব-দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন অলামনির সদস্যরা।

এদিন উইমেন্স কলেজ অলামনি এসোসিয়েশনের সেক্রেটারি তাপসি দাস বলেন ,প্রতি বছর মতন এবছর ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওমেন্স কলেজ অলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
তবে এ বছর কিছু কর্মব্যস্ততার কারণে শারদীয় দুর্গোৎসবের সময় তা সম্ভব হয়ে ওঠেনি। তাই আলোর উৎসব দীপাবলীর আগে গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মূলত সমাজের গরীব-দুস্থদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।