অনূর্ধ্ব-‌১৯ মহিলা টি-‌২০ : শেষ ম্যাচে হরিয়ানাতেও হার ত্রিপুরার

হরিয়ানা-‌২১৩/‌১ (২০)

ত্রিপুরা-‌৬৮/‌৮(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।। পরাজয় দিয়েই আসর শেষ করলো ত্রিপুরা। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতেই পরাজিত হলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে।  রাঁচির ঝাড়খন্ড ক্রিকেট সংস্থার ওভাল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১৪৫ রানে, হরিয়ানার বিরুদ্ধে। হরিয়ানার গড়া ২১৩ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। হরিযানার দলনায়িকা ত্রিবেণী বসিস্ট ৯৭ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন। আসরে ত্রিপুরা মাত্র অরুনাচল প্রদেশের বিরুদ্ধে জয় পেয়েছে। পরাজয়কে বড় করে দেখছেন না ত্রিপুরার কোচ শ্রাবণী দেবনাথ। বিশ্বাস করেন, রাজ্যদলের নবাগত ক্রিকেটারদের মনোবল বেড়েছে আসরের মধ্য দিয়ে। যা আগামীদিনে ওদের ভালো খেলতে সাহায্য করবে। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার বোলারদের নির্বিশ বোলিংযের সামনে নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে বিশাল ২১৩ রান করে। দলের পক্ষে ত্রিবেণী ৬০ বল খেলে ১৭ টি বাউনডারির সাহায্যে ৯৭ রানে এবং তানিশা ওহোলাম ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তানিস্কা শর্মা ৪০ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। ত্রিপুরার পক্ষে রেশ্মি নোয়াতিয়া ৮ রানে ১টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ত্রিপুরা ৬৮ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে দলনায়িকা রূপালী দাস ৫৭ বল খেলে ১ টি বাউনডারির সাহায্যে ১৭, রেশ্মি নোয়াতিয়া ৯ বল খেলে ৩ টি বাউনডারির সাহায্যে ১৪, অশ্মিতা দাস ৯ বল খেলে ২ টি বাউনডারির সাহায্যে ১০ এবং প্রীয়া সরকার ১০ বল খেলে ২ টি বাউনডারির সাহায্যে ১০ রান করেন। হরিয়ানার পক্ষে করিণা জাংরা ১৫ রান দিয়ে ৩ টি  এবং ত্রিবেণী বসিস্ট ১৫ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।