তেলেঙ্গানায় কংগ্রেস প্রার্থী পি শ্রীনিবাস রেড্ডির ঠিকানা আয়কর অভিযান

হায়দ্রাবাদ/নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আয়কর বিভাগ বৃহস্পতিবার সকাল থেকে তেলেঙ্গানা জেলার পালাইর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডির বাড়ি এবং দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে ।

বৃহস্পতিবার আয়কর বিভাগের আধিকারিকরা হায়দ্রাবাদ এবং খাম্মামে শ্রীনিবাস রেড্ডির বাসভবন এবং অফিসে তল্লাশি চালিয়েছে। তথ্য অনুসারে, রেড্ডি পালাইর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আজ তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল।

উল্লেখ্য, খাম্মাম জেলার প্রভাবশালী নেতা শ্রীনিবাস চলতি বছরের জুন মাসে তেলঙ্গানার শাসকদল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এ বারের বিধানসভা ভোটে ওই জেলার পলাইর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে বুধবার শ্রীনিবাস এক সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাকে লক্ষ্যবস্তু করতে পারে এবং অভিযান চালাতে পারে। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে।

কোন মামলার সূত্র ধরে আসন্ন বিধানসভা ভোটের কংগ্রেসে প্রার্থীর ঠিকানায় এই হানাদারি তা নিয়ে আয়কর বিভাগের তরফে কিছু জানানো হয়নি। তল্লাশি অভিযান চলাকালীনই উত্তেজিত কংগ্রেস নেতা-কর্মীরা শ্রীনিবাসের বাড়ির সামনে হাজির হয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।