নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯নভেম্বর : নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স – এবার থেকে বিএসসি নার্সিং কোর্স চালু করল তাদের ক্যাম্পাসে। ইতিমধ্যেই শুরু হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাতে গিয়ে চেয়ারম্যান ডাঃ পার্থ প্রতিম সাহা জানিয়েছেন, আমতলী, বাইপাসস্থিত নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স ২০১৮ সাল থেকে ত্রিপুরা সরকারের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদনে জিএনএম এবং এএনএম এর কোর্সে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন তাদের ইনস্টিটিউশনে।
তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তারা তাদের ক্যাম্পাসকে আরো প্রসস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবারে এএনএম, জিএনএম এর পাশাপাশি বিএসসি নার্সিং কোর্স শুরু করার উদ্যোগ নিয়েছেন তারা। ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এই বিষয়ে অনুমোদন দিয়েছেন।
তিনি আরো জানান, এই অনুমোদনের পরেই এই শিক্ষাবর্ষ থেকেই ইনস্টিটিউশন বিএসসি নার্সিং এর জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও এবার প্রথম বর্ষ তাই এসটি, এসসি অথবা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে পঠনপাঠনের ব্যবস্থা। এছাড়াও থাকবে বৃত্তির ব্যবস্থা। থাকছে হোস্টেলের সুবন্দোবস্ত।
তবে হোস্টেলের জন্য অতিরিক্ত ৬০০০ টাকা প্রতিমাসে দিতে হবে ছাত্রছাত্রীদের। বিএসসি নার্সিং এ ৪০টি আসন সংখ্যা নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই নতুন কোর্স চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাঃ পার্থ প্রতিম সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, সিইও সুব্রত সোম, ইনস্টিটিউশন ম্যানেজম্যান্টের সদস্য সুব্রত সেন সহ অনান্যরা।

