নাগিছড়া ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শন করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর : অবশেষে নড়েচড়ে বসলেন পৌরনিগমের মেয়র। নাগিছড়া ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের অরাজকতা বন্ধ করতে মাঠে নামলেন  তিনি। শহরে যানজট মুক্ত করতে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নাগিছড়ায় নাগিছড়া ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডের উদ্বোধন হয়েছিল। মূলত শহরের যানজট এড়াতে এবং বাজারগুলিতে দীর্ঘ সময় ধরে দাড়িয়ে থাকা বহিঃরাজ্য থেকে মাছের গাড়ি থেকে আবর্জনা এবং দুর্গন্ধ এড়াতে এই  ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ডটি নির্মাণ করা হয়েছিল। এই ইয়ার্ডে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা লরিগুলি দাঁড়ানোর পাশাপাশি চালকদের জন্যও রাখার সুবিধা করে দেওয়া হয়েছে। এই ইয়ার্ড থেকেই ছোট গাড়ি করে বাজারগুলিতে পৌঁছে যাবে মাছ।ইয়ার্ডটি চালু হওয়ার পর থেকে বিধি নিষেধও আরোপ করা হয়। প্রত্যেক লরি থেকে বেআইনিভাবে পাঁচ হাজার টাকা করে তোল্লা আদায় করার অভিযোগ উঠেছিল। তারপর মাছ বোঝাই গাড়ি সেখানে প্রবেশ করা বন্ধ করে দেয়।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুনরায় পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মাছের ইয়ার্ডটি পরিদর্শন করার পাশাপাশি ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন। সমস্যা গুলি সম্পর্কে অবগত হন।পরে মেয়র দীপক মজুমদার জানান ব্যবসায়ীদের কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন কিছুদিন আগে  মহারাজগঞ্জ ও বটতলা মাছ ব্যবসায়ীদের পক্ষে আবেদন জানানো হয় দুর্গাপূজার দশমীর জন্য মাছের চাহিদার কথা মাথায় রেখে বাজারে বড় গাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেই প্রস্তাবে সাড়া দিয়েছে নিগম। কিন্তু এরপর থেকে একইভাবে চলছে এই বিষয়টি। মান্যতা দেওয়া হয়নি সরকারী সিদ্ধান্ত  এবং পুর নিগমের নির্দেশকে। নতুন ব্যবস্থাপনায় কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা এমনও অভিযোগ মিলেছে। তাই ব্যবসায়ীদের বিভিন্ন দিক বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *