ওয়াংখেড়েতে গ্লেন ম্যাক্সওয়েল রেকর্ড

মুম্বই, ৮ নভেম্বর(হি.স.): গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল সেই সঙ্গেই ওয়াংখেড়েতে লিখেছেন নতুন ইতিহাস। আফগানদের বিরুদ্ধে কী-কী রেকর্ড গড়লেন এই অজি অলরাউন্ডার
**ওডিআইয়ের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এতদিন অস্ট্রেলিয়ার সর্বাধিক স্কোর ছিল শেন ওয়াটসনের। তিনি ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৫ রান করেছিলেন।

**পুরুষদের একদিনের বিশ্বকাপে এর আগে ডাবল সেঞ্চুরি ছিল ক্রিস গেইল (২১৯) ও মার্টিন গাপ্টিল (২৩৭)। তাঁরা দু-জন প্রথমে ব্যাট করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল।
**ম্যাক্সওয়েল ও কামিন্সের ২০২ রানের অপরাজিত এই জুটিতে প্যাট কামিন্সের অবদান ১২। সপ্তম কিংবা লোয়ার অর্ডারে এটিই সর্বাধিক রানের জুটি। সপ্তম উইকেট কিংবা লোয়ার অর্ডার জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের জস বাটলার-আদিল রশিদের ১৭৭।

**১৯৮৩ বিশ্বকাপে কপিল দেব অপরাজিত ১৭৫ রান করেছিলেন। তবে এ বার কপিল দেবকেও ছাঁপিয়ে গেলেন ম্যাক্সি। কপিল দেবও সেদিন দলের কঠিন পরিস্থিতিতে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন।
**বিশ্বকাপের মঞ্চে এই প্রথম এত রান(২৯১) তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭ ছিল অজিদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।