আজমগড়, ৭ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফুলপুর কোতয়ালীর সদরপুর বড়উলী গ্রামে দুস্কৃতীদের গুলিতে নিহত এক যুবক নিহত । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ফুলপুর কোতয়ালীর সদরপুর বড়উলী গ্রামের বাসিন্দা বেলাল (২৮) গ্রামের বাইরে দূর্বাশা রোডে অবস্থিত নলকূপের ধারে বসে ছিলেন। রাত ৯টার দিকে বাইকে আরোহী দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন যুবক। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ, এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।