মুখ্যমন্ত্রী সবটাই আঁচ করেছিলেন— রেশনে দুর্নীতি নিয়ে তোপ লকেটের

বাঁকুড়া, ৭ নভেম্বর (হি.স.) : “উনি সবটাই আঁচ করেছিলেন। সেই কারণেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে বনমন্ত্রী করেন।’’ – রেশন দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

রেশন দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় আনার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্নীতির কথা ভেবেই জ্যোতিপ্রিয়র মন্ত্রক বদল করা হয়েছিল বলে ইঙ্গিত দেন শুভেন্দুবাবু। একই সুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার বিস্ফোরক দাবি লকেটের।

লকেট মঙ্গলবার বাঁকুড়ায় এক অনুষ্ঠানের পাশে বলেন, ‘মুখ্যমন্ত্রী আগেই আঁচ পেয়েছিলেন এই রেশন দুর্নীতির। দুর্নীতি রোধে ব্যবস্থা না নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্যের বদলে বনমন্ত্রী করেন। উনি জানতেন না ধর্মের কল বাতাসে নড়ে। একদিন সবকিছু প্রকাশ্যে আসবেই। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন ৩ লাখ জাল রেশন কার্ড পাওয়া গিয়েছিল, উনি তখন বুঝতে পারেন এটা একটা বড় দুর্নীতি হতে পারে, এটা হিমশৈলের চূড়া মাত্র।’

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দাবি করেছেন, রেশন দুর্নীতিতে ভুয়ো রেশন কার্ড তৈরি বাম আমলে শুরু হয়েছে। সেই সমস্ত ভুয়ো রেশন কার্ড বাতিল করতে গিয়ে এবং পুরো বিষয়টি স্বচ্ছ করতে গিয়ে রাজ্য সরকারের সাত আট বছর লেগে গিয়েছে বলে দাবি করেন তিনি। এই দুর্নীতির সূত্রপাত বাম জমানায় বলে গত সরকারের কোর্টে বলে ঠেলে দেন তিনি। তবে লকেটের দাবি, ‘ বাম আমলের অনেক নেতারাই এখন তৃণমূলেই রয়েছেন। বাম আমলের কন্টিনিউয়েশন চলছে তৃণমূল আমলে।’

মঙ্গলবার বাঁকুড়ার এক্তেশ্বরে দলের এক কর্মসূচীতে যোগ দিতে আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে সরব হন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একই সঙ্গে বাম-তৃণমূল সব ‘একই পথের পথিক বলে’ এদিন তিনি দাবি করেন। তাঁর কথায়, এই সবে শুরু। এখন অনেক বড় বড় নাম সামনে আসবে, জেলে যাবে।’ শুধু বাংলাদেশ নয়, দুর্নীতির সঙ্গে দুবাই যোগ রয়েছে বলেও তাঁর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *