নিজস্ব প্রতিনিধিঃ, বিলোনিয়া , ৭ ই নভেম্বর :-
বর্তমানে পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়া। পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই সাধারণ মানুষের কথা ভেবে মানুষকে সাময়িক সস্তি দিতে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি আগামী তিনদিন বিলোনীয়ায় পেঁয়াজ প্রতি কিলো ৫৫ টাকা করে প্রতিজনের কাছে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
সেই সাথে পেঁয়াজ বিক্রির জন্য একটি অস্থায়ী কাউন্টার চালু করল বিলোনীয়া ব্যাবসায়ী সমিতি। মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া একনং টিলায় কাউন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিলোনীয়া মহকুমা শাসক রতন ভৌমিক ও সমাজ সেবক গৌতম সরকার , সবাই এই সুযোগ যেন গ্রহন করে।