এখন দেশে বুর্জোয়া রাষ্ট্রশক্তির নেতৃত্বে যে ধরণের অরাজকতায় মানুষের জীবনে সংকট নেমে এসেছে, নভেম্বর বিপ্লবের গুরুত্ব তাতে ক্রমশ উদ্ভাসিত হচ্ছে : জিতেন্দ্র

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ৭ নভেম্বর : সোভিয়েত ইউনিয়ন সারা ভারতবর্ষের জনগণকে শোষণ, নির্যাতন ও বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিল। আজকের দিনে সোভিয়েত পার্টির বিকল্প নেই। কারণ, এখন দেশে বুর্জোয়া রাষ্ট্রশক্তির নেতৃত্বে যে ধরণের অরাজকতায় মানুষের জীবনে সংকট নেমে এসেছে, নভেম্বর বিপ্লবের গুরুত্ব তাতে ক্রমশ উদ্ভাসিত হচ্ছে। আজ মঙ্গলবার নভেম্বর বিপ্লব দিবস উদযাপন উপলক্ষ্যে এভাবেই সুর চড়ালেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

আজ মঙ্গলবার ১০৭ তম নভেম্বর বিপ্লব দিবস সিপিআইএম রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন শ্রী চৌধুরী বলেন, ৭ নভেম্বর পৃথিবীর সভ্যতার ইতিহাসে এক অন্যতম অবিস্মরণীয় দিন। মানুষের দ্বারা মানুষের উপর শোষণের বিরুদ্ধে মার্কসবাদকে অনুসরণ করে ১০৬ বছর পূর্বে আজকের দিনে রাশিয়ার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিক শ্রেণীর সরকার।

এদিন তিনি সুর চড়িয়ে বলেন, ১৯৫১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছিল। কিন্তু দেখা গেছে তিন দশক অতিক্রম হওয়ার পর ও সোভিয়েত ইউনিয়নের কোনো বিকল্প নেই। সোভিয়েত ইউনিয়ন সারা ভারতবর্ষের জনগণকে শোষণ, নির্যাতন ও বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছিল। আজকের দিনে সোভিয়েত পার্টির বিকল্প নেই। কারণ, এখন দেশে বুর্জোয়া রাষ্ট্রশক্তির নেতৃত্বে যে ধরণের অরাজকতায় মানুষের জীবনে সংকট নেমে এসেছে, নভেম্বর বিপ্লবের গুরুত্ব তাতে ক্রমশ উদ্ভাসিত হচ্ছে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *