আসছেন কুমার শানু, গাইবেন বিজেপির মজলিশপুর মন্ডলের অনুষ্ঠানে

আগরতলা, ৭ নভেম্বর: ত্রিপুরায় গান গাইতে আসছেন কুমার শানু। বিজেপির মজলিশপুর মন্ডলে গান গাইবেন তিনি। 

আগামী ১৮ নভেম্বর ১০ মজলিশপুরের অনুষ্ঠানে গান গাইতে রাজ্যে আসছেন সংগীতশিল্পী কুমার শানু। তাঁকে ত্রিপুরায় আসতে আমন্ত্রন জানানোতে পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ১০ মজলিশপুর মন্ডলের উদ্যাগে ওই অনুষ্ঠান হতে চলেছে বলে জানান তিনি।