গোয়ালপাড়া (অসম), ৭ নভেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তৰ্গত আগিয়ায় পুলিশের সঙ্গে গুলি-সংঘৰ্ষে মৃত্যু হয়েছে কুখ্যাত দুই ডাকাতের। নিহত দুই ডাকাতকে অমর থাপা এবং শেখ ফরিদুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে। দুই ডাকাত সীমান্তবর্তী মেঘালয়ের বাসিন্দা। অমর থাপা অসম এবং মেঘালয়ে একাধিক অপরাধ এবং পুলিশের সংঘর্ষে জড়িত একজন কুখ্যাত ডাকাত ছিল। এদিকে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পুলিশ অফিসার আগিয়া থানার ওসি মনোজ দাস।
গোয়ালপাড়ার পুলিশ সুপার রাকেশ রেড্ডি এ তথ্য দিয়ে জানান, ঘটনা সোমবার রাত প্রায় ১১টা নাগাদ জেলার ১৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আগিয়া থানা থেকে প্ৰায় দেড় কিলোমিটার দূরে এফসিআই-এর গুদাম এবং আজগার ভ্যালি অ্যাকাডেমির সামনে সংঘটিত হয়েছে। তিনি জানান, রাতে জাতীয় সড়কে ডাকাতের দলটি অবস্থান করছিল। এত রাতে তারা সেখানে কী করছে ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের টহলদারি দল তাদের দিকে এগোতে গেলে গুলি বর্ষণ করে ডাকাতরা। গুলির জবাব গুলিতেই দেয় পুলিশ। প্রায় ১৫ মিনিট ধরে চলে উভয় পক্ষে গুলি বিনিময়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
পুলিশ সুপার রাকেশ রেড্ডি আরও জানান, ২০১৭ এবং ২০১৮ সালে অপহরণ সহ বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল অমর থাপা। তার বিরুদ্ধে গোয়ালপাড়া জেলায় চাঁদাবাজি, খুন এবং অপহরণের মতো আটটি মামলা রুজু আছে। সে গোয়ালপাড়া জেলায় সন্ত্রাসরাজ কায়েম করেছিল।
তিনি জানান, ডাকাত দলের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অনিতা হাজরিকা এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ঋতুরাজ দলের স্করপিও গাড়ি। এদিকে ডকাতদের গুলিতে বিদ্ধ হয়ে আহত হয়েছে আগিয়া থানার ওসি মনোজ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে। পুলিশ অফিসার মনোজ দাসকে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে এনে ভরতি করা হয়েছে।