পানীয় জল বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত বিলোনিয়া তে

বিলোনিয়া ,৭ ই নভেম্বর :- ভারত সরকারের আবাসন এবং শহুড়ি বিকাশ মন্ত্রকের সহায়তায় ডি এন এল ইউ এম ও আমরুত এর যৌথ ব্যবস্থাপনায় এবং বিলোনিয়া পুর পরিষদ ও বিলোনিয়া জল পরিশোধন প্রকল্পের সহায়তায় বিলোনিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পুর পরিষদের মহিলা এস এইচ জি দল গুলিকে নিয়ে পানীয় জল বিষয়ক একটি সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ মঙ্গলবার। 

 অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো জলের অপচয় রোধ এবং জলকে সবার কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় নিরবিচ্ছিন্ন ভাবে সেই বিষয়ে সচেতন করা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুর চেয়ার পারসন নিখিল চন্দ্র গোপ ও পুর পারিসদ অনুপম চক্রবর্তী। 

 সামনেই দীপাবলি, তাই দীপাবলির প্রাক মুহূর্তে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জল দেওয়ালি, পানির জন্য নারী, নারীর জন্য পানি, অনুষ্ঠানের শুরুতে এস এইচ জি মহিলা কর্মীদের পুর পরিষদের পক্ষ থেকে সামান্য প্রীতি উপহার তুলে দেওয়া হয়। 

উপহার তুলে দেন সম্মানীয় অতিথিগণ, অতিথিগনের মধ্যে পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ বলেন আজকের এই জল দেওয়ালি অনুষ্ঠানটি হচ্ছে মূলত এস এইচ জি গ্রুপের মহিলাদের নিয়ে জল সম্পর্কিত নানা বিষয়ে পুর বাসীদের সচেতন ও সজাগ করা, কি শহর কি গ্রাম সর্বত্র জলের বেপারে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। আমরা দেখেছি কি পাহাড় কি গ্রাম সর্বত্র মেয়েরা কলসি কাঁধে জল সংগ্রহ করতেন।  কষ্টটা তারাই বেশি ভোগ করতেন তাই তাঁদের কষ্ট লাগবের জন্য কেন্দ্র সরকার অটল জল ধারা মিশনের মাধ্যমে  সবার বাড়িতে জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। 

আর জল সম্পদ দপ্তর সেই পরিশ্রুত জল কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার একটা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন,দেখা গেছে সেই চেষ্টা তে কখনো কখনো কিছূ কিছূ ক্ষেত্রে জল পরিষেবা ব্যাহত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে পরিষেবা বিঘ্ন ঘটার ক্ষেত্রে দপ্তরের কোনো গাফিলতি নেই। দপ্তরের সেখানে অযথা বদনাম হচ্ছে। এখন কেন ব্যাঘাত ঘটছে কি কারণে ঘটছে তা বাড়ি বাড়ি গিয়ে বোঝাবার জন্যই আজকের এই অনুষ্ঠান। এই বোঝানোর মধ্যে দিয়ে যদি জন সচেতনতা গড়ে তোলা যায় তাহলে আগামীদিনে জল সম্পদ দপ্তরের জল পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকবে না। সচেতনতা গড়ে তোলার পাশাপাশি নদী থেকে তোলা জল কি ভাবে পরিশ্রুত করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় তা সরজমিনে উপস্থিত সবাইকে দেখানো হয়।