।।তানিয়া চক্রবর্তী।।
আগরতলা, ৭ নভেম্বর: ডিজিটাল ইন্ডিয়ার শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আজ থেকে ত্রিপুরার পরিবহন দফতরেও নগদহীন পরিষেবার সূচনা হয়েছে। দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী ভার্চুয়ালি সারা রাজ্যে ওই পরিষেবার যাত্রা শুরু করেছেন।
আজ সচিবালয়ে রাজ্যের আট জেলার জেলা শাসক, মহকুমা শাসক সহ সুবিধাভোগীদের নিয়ে ভার্চুয়ালি শুভ উদ্বোধন হয়েছে। এদিন সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, রাজ্যের বিভিন্ন দফতরের পাশাপাশি পরিবহন দফতরেও ক্যাশলেস পরিষেবা চালু হয়েছে। ক্যাশলেস পরিষেবাকে সুসংগঠিত করে সারা রাজ্যে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা আনায় সরকারের মূল লক্ষ্য। এখন থেকে পরিবহন দপ্তরে লেনদেনের কাজ ক্যাশলেস পদ্ধতিতে হবে বলে জানান তিনি।
তাঁর কথায়, বিগত অর্থবছরে পরিবহন দপ্তর রাজস্ব কর প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২২-২৩ অর্থ বছরে ১১৫ কোটি ৬৩ লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারে জমা পড়েছে। আগামীদিনে ১২৫ কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পরিবহন দপ্তর জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে দাবি করেন তিনি।
তাঁর দাবি, ২০২১-২২ অর্থবছরে পরিবহন দপ্তর ৯২ কোটি ৮৩ লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারে জমা দিয়েছে। তেমনি ২০২০-২১ পরিবহন দপ্তর ৮৭কোটি ৯৩লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারে প্রদান করেছে। চলতি অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত ৭৩ কোটি ৮৭ লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারে জমা হয়েছে।