চেন্নাই, ৭ নভেম্বর (হি.স.) : জলসীমায় প্রবেশের অভিযোগে গ্রেফতার ভারতীয় জেলেদের প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা করেছে মালদ্বীপ । দরিদ্র জেলেদের মুক্তির দাবি জানিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আটক ১২জন জেলের মুক্তির জন্য চিঠিতে জয়শংকরের জরুরি হস্তক্ষেপের অনুরোধ করেন স্ট্যালিন।
জানা গিয়েছে, ২২ অক্টোবর মালদ্বীপের জলসীমায় প্রবেশের অভিযোগে একটি ভারতীয় নৌকা আটক করে মালদ্বীপের কোস্টগার্ড। সেটিতে থাকা তামিলনাড়ুর ১২ জেলেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গত ১ নভেম্বর মাছ ধরার নৌকাটির পরিচালককে প্রায় ২.২৫ কোটি টাকা জরিমানা করেন মালদ্বীপের কর্তারা। ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে স্ট্যালিন সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকরকে চিঠি দিয়েছেন। দ্রুত তামিলনাড়ুর ১২ জেলের মুক্তি চেয়েছেন তিনি। চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি এই বিষয়ে আপনার জরুরি হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি। জেলেদের ওপর আরোপিত জরিমানা পরিশোধের ক্ষমতা দরিদ্র পরিবারগুলির নেই। এটা তাঁদের সাধ্যের বাইরে। জেলেদের মুক্তি নিশ্চিত করতে আপনার হস্তক্ষেপ চাই।”