ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিম জেলা দল। রানার্স আপ খেতাব পেয়েছে দক্ষিণ জেলা দল। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪১ তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা এবার সাব্রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় যোগ ভাস্কর খেতাব পেয়েছে পশ্চিম জেলার দেবার্পন কুন্ডু, যোগ রত্না খেতাব পেয়েছে পশ্চিম জেলার শ্রেষ্ঠা দাস। ৮ থেকে ৬০ ও ততোর্ধ বয়সের পুরুষ ও মহিলা দের দুদিন ব্যাপী এই ৪১ তম রাজ্যভিত্তিক যোগার আসরে ৩০৫ জন যোগা খেলোয়াড় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক মাইলাফ্রু মগ, আয়োজক কমিটির সভাপতি দীপক দত্ত, সচিব সমীর পাল, রাজ্য এসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত, সর্বভারতীয় যোগা ফেডারেশনের সচিব মৃনাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-11-06