বারামুল্লা, ৬ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে চারজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে হেরোইন। সোমবার পুলিশ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার পাহাল্লান পাত্তান এলাকা থেকে চারজন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ হেরোইনও উদ্ধার করেছে পুলিশ। সোমবার পুলিশের এক আধিকারিক জানান, বারামুল্লার পালহালান পাত্তনে একটি চেক পয়েন্টে চারজনকে নিয়ে একটি সুইফ্ট গাড়ি আসছিল। পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। গাড়িটি বারামুল্লা থেকে শ্রীনগরের দিকে আসছিল। পুলিশ চারজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৬৫ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে। সেইসঙ্গে পুলিশ চারজনকে আটকও করে। গাড়িটিকেও পুলিশ বাজেয়াপ্ত করেছে।
2023-11-06

