যোধপুর, ৬ নভেম্বর (হি.স.) : রাজস্থানের সুরসাগর থেকে কংগ্রেস প্রার্থী শাহজাদ খান রিটার্নিং অফিসারের সামনে মনোনয়নপত্র পেশ করেন। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, তাঁর প্রথম অগ্রাধিকার হবে বিধানসভা কেন্দ্রে একটি খেলার মাঠসহ মহিলাদের জন্য একটি পার্ক তৈরি করা। পাশের বস্তির বাসিন্দাদের পাট্টা নিয়েও কাজ করবে তারা।
শেহজাদ খান সোমবার সকালে কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, খেলাধুলা ও মহিলা পার্ককে তিনি পরবর্তীকালে প্রাধান্য দেবেন। বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে শাহজাদ খান ছাড়াও অনেক প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দেন।

