যোধপুর, ৬ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তাঁর দিদির সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন। তারপরে তিনি কালেক্টরেটের অফিসে যান।
মনোনয়ন জমা দেওয়ার পর গেহলত ৫ বছরে সরকারের কাজের হিসাব তুলে ধরলেও এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। রাজস্থান রাজ্যে বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। কালেক্টরেট কমপ্লেক্সে সোমবার প্রার্থীদের সমর্থকদের ভিড় ছিল। সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা দিতে সকালে কালেক্টরেট কমপ্লেক্সে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। কালেক্টরেট চত্বরে মুখ্যমন্ত্রীর বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হয়ে মন্ত্রীর সমর্থনে স্লোগান দেন।
অশোক গেহলত এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তাঁর সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যার প্রভাব সারা দেশে পড়েছে। আজ সারাদেশে রাজস্থান নিয়ে আলোচনা হচ্ছে। আজ রাজস্থান দেশের অন্যতম প্রধান রাজ্যে পরিণত হয়েছে। গ্রামে-শহরে উন্নয়ন হয়েছে। কলেজ ও হাসপাতালের সংখ্যা বেড়েছে। তিনি সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও সোমবার দাবি করেন গেহলত।