দৌসা, ৬ নভেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসায় রেললাইনের উপরে বাস পড়ে চারজনের মৃত্যু হয়েছে। ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রবিবার রাতে দৌসার কালেক্টরেট সার্কেলের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ৭জন যাত্রীকে জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি-জয়পুর শাখায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল ।
জানা গেছে, বেসরকারি বাসটি হরিদ্বার থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রবিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ যাত্রীবাহি বাসটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। ওই সেতুর নিচেই রেললাইন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিং ভেঙে ৩০ ফুট নিচে রেললাইনে পড়ে যায়। বাসে অন্তত ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। যারা হরিদ্বারে অস্থি বিসর্জন করে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। কালেক্টর কমর চৌধুরী এবং এএসপি বজরং সিং শেখাওয়াত ঘটনাস্থলে যান। এঁনারা রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে দিল্লি-জয়পুর রেলপথ বন্ধ করে আহতদের দৌসা জেলা হাসপাতালে পাঠান। বাসচালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

