ধর্মনগরে বাড়ছে চুরির ঘটনা, থানার উপর আস্থা হারাচ্ছে সাধারন মানুষ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ নভেম্বর : পুলিশের উপর ক্রমশ আস্থা হারাচ্ছেন সাধারন মানুষ। এমনই ইঙ্গিত মিলছে। ধর্মনগর থানার উপর আস্থা হারিয়ে রবিবার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ এক সভা করে তাদের পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ ব্যক্ত করল।
 রবিবার ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেদের মধ্যে এক সভায় বসে। এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এলাকার চোর নীলকান্ত মালাকার এবং তার ঘনিষ্ঠ বহি রাজ্য থেকে আসা সুবল শুক্ল বৈদ্যকে তারা কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি ত্রিপুরা রাজ্য ছাড়া করবে। এতে পুলিশ প্রশাসনের সাহায্য কামনা করেছেন তারা।

 ঘটনার বিবরণে গ্রামবাসীরা জানান, শেষ তিন চার মাস যাবত চোরের যন্ত্রণায় কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা জর্জরিত। বারে বারে গ্রামবাসীদের পক্ষ থেকে চুরির অভিযোগ ধর্মনগর থানাকে জানানো হয়েছে। কিন্তু থানার ভূমিকায় আশাহত হয় গ্রামবাসীরা।

শুধু তাই নয় বার কয়েক এই এলাকায় চুরির ঘটনা ঘটনায় এলাকার জনগণ দুইজনকে আটক করে পুলিশের হতে তুলে দিলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহন করেনি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই তাদের ফের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তাই গ্রামের সাধারন মানুষের নিরাপত্তা প্রদানে পুলিশ সদর্থক ভূমিকা গ্রহন করুক দাবি এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *