নিজস্ব প্রতিনিধি, মনুঘাট, ৫ নভেম্বর : প্রতিবছরের ন্যায় এবছরেও পালিত হয়েছে কঠিন চীবর দানোৎসব। ছামনু অজন্তা বৌদ্ধ বিহারেও কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে। এবার ৮০তম এই দানোৎসব। এর অঙ্গ হিসাবে শনিবার সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান। শনিবার ভোর ছয়টা থেকে শুরু হয় মনু নদী থেকে জল নিয়ে বুদ্বিবৃক্ষের নীচে জল ঢালা বা বুদ্বিস্নান। সন্ধ্যায় প্রদীপ হাতে নিয়ে কীর্ত্তন সহকারে নগর পরিক্রমা। রবিবার সকাল দশটা থেকে ভিক্ষু সংঘের আপ্যায়ন। এবং সাড়ে দশটা থেকে সংঙ্গদান ও অষ্টপরিস্কার দান অনুষ্টান।এর পর দুপুর এক টা থেকে শুরু হয় কঠিন চীবর দানোৎসব এর জন্য পুরোহিত নিয়ে নগর পরিক্রমা দুইটা থেকে শুরু হয় দান অনুষ্টান। শুরু তেই ভিক্ষু সঙ্গ কে মন্চে আপ্যায়ন।এর পর গৃহী বা দায়ক কতৃক পন্চশীল প্রদানের প্রার্থনা।পুর্নজোতি মহাথের (বিহার অধ্যক্ষ)কে সভাপতি করে সভার কাজ।পন্চশীল প্রদানের পর ভিক্ষু সংঘের দায়কদের উদ্দেশ্য এ মঙ্গলসূত্র প্রদান।ধর্মসভায় দেশনা প্রদান করেন,ধর্মরত্ন মহাথের।তিনি দানের অর্থ কি,কেন দান করা হয়,ধর্ম শব্দের অর্থ কি,।দুঃখ থেকে মুক্তির উপায় কি,তিনি বলেন যে মানুষ প্রকৃতির অধীন,আমরা নিজেদের নিয়ন্ত্রন করতে পারিনা।শুদ্ধ ধর্ম দুঃখ থেকে মুক্তির উপায়।দান উওম,মধ্যম,এক এক,টি তে এক রকম পুর্ন্য।সার্বিক মঙ্গলার্থে কঠিন চীবর দান।বিনা নিমন্ত্রনে দান অনুষ্টান এ যোগদান করলে সে ও পুর্ন্য লাভ করে। বিহার অধ্যক্ষ পুর্ন্যজোতি মহাথের উনার মুল্যভান ভাষনে বলেন, যে পন্চশীল পালন করলে সুখ সমৃদ্বি লাভ হয়।ধর্মপালন করলে দেবতারাই রক্ষা করেন। অধর্মের কাজ দুঃখ দেওয়া। ধর্মের কাজ সুখ দেওয়া।যেমন টকের আম গাছ রোপণ করলে ঠক আম হয়,তেমনি মিষ্টি আমের ছাড়া রোপন করলে মিষ্টি আম হয়।তাই ভালো কাজের ভালো ফল,আর খারাপ কাজের খারাপ ফল দেবে।এর চীবর উৎসর্গ অনুষ্টান।সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন এবং ৮০টি আকাশ প্রদীপ উত্তোলন, শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
2023-11-05