শ্রীনগর, ৫ নভেম্বর (হি.স.) : জম্মু কাশ্মীরে রেলওয়ে ক্রসিংয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। রবিবার সকালে জম্মু কাশ্মীরের জাতীয় সড়ক-৪৪-এর কাছে রেলওয়ে ক্রসিংয়ে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে নওগাম থানার পুলিশের একটি দল।
নওগাম থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তি রাতের দিকে অত্যন্ত কম তাপমাত্রায় বাইরে ছিলেন সেজন্য তাঁর ঠাণ্ডায় মৃত্যু হয়েছে বলে পুলিশ অনুমান করছে। পুলিশের অনুমান মৃত ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হবে। ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ এসএমএইচএস হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, মৃতদেহ উদ্ধারের পর পরবর্তী আইনী প্রক্রিয়া শুরু করা হয়েছে।

