মোগায় পথ দুর্ঘটনায় বরসহ মৃত্যু চারজনের

চণ্ডীগড়, ৫ নভেম্বর (হি.স.) : পাঞ্জাবের মোগায় পথ দুর্ঘটনায় বরসহ চারজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে লুধিয়ানা-ফিরোজপুর প্রধান সড়কের অজিতওয়াল গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মোগা পুলিশ বলছে, বরযাত্রীর গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে বরও রয়েছে। দুর্ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এই গাড়িটি আবোহর থেকে আসছিল। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে