দৈনালী ৪র্থ শারদ সংখ্যার মলাট উন্মোচন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৫ ই নভেম্বর : বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীনা কমিউনিটি হলে আজ বেলা সাড়ে বারোটায়  দৈনালী ৪র্থ শারদ সংখ্যার মলাট উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৈনালী সাহিত্য পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক জ্যোতিময় রায়, পশ্চিম বাংলা থেকে আগত লেখক ও সাংবাদিক আব্দুল করিম, এছাড়া উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরপরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ,ডাঃ জগদীশ চন্দ্র নমঃ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ ।

 নৃত্য , সঙ্গীত ,ও গুণীজন সম্মাননা সহ সাহিত্য সমারোহের মধ্য দিয়ে হয় এই দিনের দৈনালী শারদ সংখ্যার মলাট উন্মোচনের অনুষ্ঠান। বাঙালি সাহিত্য পত্রিকার সম্পাদিকা মিঠু মল্লিক বৈদ্য স্বাগত ভাষণ রাখেন। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে  উপস্থিত অতিথিরা  নব প্রজন্মকে সাহিত্য চর্চার প্রতি আকৃষ্ট করে তোলার এই  প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।