অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ নভেম্বর : শান্তির বাজারের অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশন এর সদস্যরা।
শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশন সর্বদা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। এরইমধ্যে শান্তির বাজারে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা।
বিশ্বজিৎ কর্মকার শান্তির বাজারের একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি অল্পবয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।  তিনি ছোট্ট একটি দোকানের মাধ্যমে পরিবারের লোকজনদের পালন করতেন।
 বর্তমান সময়ে পরিবারের হাল ধরতে উনার সহধর্মীনি এই দোকানটা চালাচ্ছেন।  উনার একটি কন্যা সন্তান রয়েছে।  এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশান এর সদস্যরা।  উনারা নগদ ২৫ হাজার টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন।  কনট্রাকটার এসোসিয়েশান এর কাছ থেকে এইধরনের সাহায্য পেয়ে খুবই খুশি পরিবারের লোকজনেরা। শান্তির বাজার কনট্রাকটার এসোসিয়েশান এর এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *