দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.) : রবিবার কেদারনাম ধাম দর্শনে যান কংগ্রেস নেতা ও প্রাক্তন জাতীয় সভাপতি রাহুল গান্ধী। তিনি এদিন কেদারনাথ ধামে গিয়ে প্রার্থনা জানান।
এদিন বিমানে করে কেদারে পৌঁছন রাহুল গান্ধী। তারপর তিনি সেখানে বাবার ধামে পৌঁছে প্রার্থনা জানান ও পুরোহিতদের সঙ্গে দেখা করেন। কেদারনাথ দর্শন রাহুল গান্ধীর ব্যক্তিগত সফর বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী তাঁর আজকের উত্তরাখণ্ড সফরে দলীয় আধিকারিকদের সঙ্গে দেখা করার কোনও কর্মসূচি নেননি। এদিনে তাঁর সফরের বিষয়টিও সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। কোথায় তিনি থামবেন, কোথায় থাকবেন? সেসম্পর্কে কোনও তথ্যও জানানো হয়নি। আপাতত মঙ্গলবার কেদারনাথ থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীর।