আজ ইডেনে বিরাটের জন্মদিনে সোনার ব্যাটে সংবর্ধনা দিচ্ছে সিএবি

কলকাতা , ৫ নভেম্বর (হি.স.) আজ ইডেনে ভারত- দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই দিনই বিরাট কোহলির জন্মদিন। বিরাট কোহলির জন্য কোনও আলাদা অনুষ্ঠান না-করে দিয়েছিল আইসিসি ৷ তবে সিএবি এই অনুষ্ঠান করছে অন্য পথে।

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে বিরাটের জন্য কেক পাঠিয়ে দেওয়া হবে সাজঘরে ৷ আর স্মারক উপহার হিসেবে বিরাটকে দেওয়া হবে সোনালি ব্যাট ৷সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিএবির পক্ষ থেকে বিরাটের জন্য কেক পাঠিয়ে দেওয়া হবে সাজঘরে ৷ আর স্মারক উপহার হিসাবে সোনার জলে মোড়া ব্যাট উপহার দেওয়া হবে ৷
শনিবার সারাটা দিন ক্রিকেটপ্রেমীরা ভিড় করেছিলেন ইডেনের মূল প্রবেশদ্বারের সামনে । তাঁদের হাতে ছিল বিশ্বকাপের রেপ্লিকা ও তেরঙা পতাকা আর আবার কেউ কোহলির মুখোশ পরে উপস্থিত ছিলেন ইডেনে গেটের সামনে।