দান্তেওয়াড়া, ৫ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। জানা গিয়েছে, থানা চত্বরে রবিবার হঠাৎ করেই হেড কনস্টেবল বলবীর চন্দের পিছনে রাখা একটি হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। তার ফলে বিস্ফোরণে জওয়ান বলবীর চন্দ গুরুতর আহত হন। তারপর সঙ্গে সঙ্গেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য দান্তেওয়াড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে দেখার পর মৃত বলে জানিয়ে দেন।
কাতেকল্যান থানার পুলিশ নিহত জওয়ানের পরিবারকে খবর দিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। নিহত জওয়ান বলবীর চন্দ হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের জন্য বিএসএফ সি/৭০ চার্লি কোম্পানির টহল বাহিনী কাতেকল্যান থানা কমপ্লেক্সে থাকছিল। তাদের মধ্যে একজন হেড জওয়ান হলেন বলবীর চন্দ।