আগরতলা, ৩ নভেম্বর: বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগে নিয়েছে খাদ্য দপ্তর। মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আজ মহারাজগঞ্জ বাজারের নায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।
প্রসঙ্গত, দেশের সাথে পাল্লে দিয়ে ত্রিপুরার বাজারগুলিতে পেঁয়াজের দাম বেড়েছে। হঠাৎ একলাফে প্রতি কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। তাই বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে বিশেষ উদ্যোগে নিয়েছে খাদ্য দপ্তর।
খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী বলেন, বেশ কিছু যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য প্রতি কিলোতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারগুলিতে পেঁয়াজের লাগাম টানতে বিশেষ উদ্যোগে নিয়েছে খাদ্য দপ্তর।
এদিন তিনি আরো বলেন ,এখানে পাইকারি মূল্যে প্রতি কেজি পেঁয়াজ ৫১ টাকা এবং খুচরো বাজারে ৫৫ টাকা দরে বিক্রি করা হবে।

