কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।
তাঁর প্রয়াণে সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষে বিদ্যা বালন কলকাতায় এসেছিলেন দু’বার। শুক্রবারেও কলকাতায় আসছেন তিনি। তবে, এই বার তাঁর শহরে আগমনের নেপথ্যে জমে রয়েছে বিষাদ। শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন নাট্য দুনিয়ার বিশিষ্ট পরিচালক গৌতম হালদার। চলচ্চিত্র পরিচালনা করেছেন। বিদ্যাকে অভিনেত্রী হিসাবে প্রথম সুযোগ দিয়েছিলেন গৌতম। পরিচালকের ‘ভালো থেকো’ ছবিটিই ছিল বিদ্যার কেরিয়ারের প্রথম ছবি। ‘গুরু’কে শেষ শ্রদ্ধা জানাতেই কলকাতায় আসছেন বিদ্যা।

