শিশুহত্যা বন্ধ করতে একজোট হয়ে ব্যবস্থা নিন রাষ্ট্রনেতারা, আবেদন ইরফান পাঠানের

গাজা, ৩ নভেম্বর(হি.স.): ইজরাইলি সেনার সঙ্গে হামাসের যুদ্ধের ফলে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার-হাজার নিরীহ মানুষ। এরমধ্যে রয়েছে প্রচুর শিশুও। বিশ্বের বহু দেশই গাজায় মানবাধিকার রক্ষার বার্তা দিলেও কোনও সুরাহা হয়নি। এবার এগিয়ে এলেন ভারতের ইরফান পাঠান। গাজায় শিশুহত্যা নিয়ে সরব হলেনতিনি। এই প্রাক্তন ক্রিকেটারের অনুরোধ, এই শিশুহত্যা বন্ধ করতে একজোট হয়ে ব্যবস্থা নিন রাষ্ট্রনেতারা।